শাপলা কলি, শাপলা কলি!

জাগো জনতা, ওঠাও বুলি! NCP—জনে জনে শক্তি, ফিরিয়ে আনবে রাষ্ট্রের মুক্তি!ফুটেজটা
আগুন লেগেছে গত কাল রাতে

ঘটনাস্থলে ১২ নং বিছালী ইউনিয়ানের চাকই বাজারে ইলাহী ভাইয়ের ফার্নিচারের দোকানে দুঃখজনক ভাবে আগুন লেগেছে জামায়াতের আমির সেক্রেটারি সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে ক্ষয়ক্ষতি পরিমাণ দেখেন। আল্লাহ ইলাহী ভাইকে এই কঠিন সময়ে ধৈর্য ধারার তৌফিক দিন ও দ্রুত পুনরায় ঘুরে দাঁড়ানোর শক্তি দিন।
মাওলানা ওবায়দুল্লাহ কায়সার

নড়াইল এক আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার ভাই শত ব্যস্ততার মাঝেও ছুটে জান খুলনায় মকিম মুন্সী কে দেখতেমারাত্মক ভাবে এক্সিডেন্ট করে চিকিৎসাধীন অবস্থায় আছেন জনাব মকিম মুন্সী সুস্থতার জন্য দোয়া চাই। বাংলাদেশ জামাত ইসলামের নড়াইল জেলা শাখার সেক্রেটারি মজলুম জননেতা বর্তমানে জামাত ইসলামের নড়াইল ১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার ভাই