মিথ্যা শহরে ভালোবাসা খোঁজা

শহরটা আলোর ঝলকানিতে ভরা। সবাই এখানে হেসে থাকে, কিন্তু চোখের ভেতরে লুকানো থাকে ক্লান্তি আর শূন্যতা। রাফি অনেকদিন ধরে খুঁজছে সত্যিকারের ভালোবাসা, কিন্তু যাকেই পায়—কেউ অর্থের কাছে হার মানে, কেউ আবার অভিনয়ের আড়ালে লুকায়।
একদিন সে নিজের ডায়েরিতে লিখল—